বিএনএ, বিশ্বডেস্ক : ব্রিটেন, স্পেন, কানাডা, জার্মানিসহ ৩৬টি দেশের জন্য নিজেদের আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। সোমবার (২৮ ফেব্রুয়ারি) এ নিষেধাজ্ঞার ঘোষণা দেয় রাশিয়া।
সম্প্রতি রাশিয়ার সঙ্গে আকাশসীমা বন্ধ করার ঘোষণা করেছিল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তারই পাল্টা জবাবে পুতিন প্রশাসন এই পদক্ষেপ নিল।
রাশিয়ার জন্য আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত নিয়ে সম্প্রতি কড়া বার্তা দিয়েছিলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়ন। সে সময় তিনি বলেছিলেন,‘রাশিয়ার মালিকানাধীন, রাশিয়ায় নথিভুক্ত রয়েছে অথবা রাশিয়ার কোনো সংস্থা দ্বারা পরিচালিত যেকোনো বিমানের জন্য ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমা বন্ধ করা হচ্ছে।’
বিএনএনিউজ/এইচ.এম।