বিএনএ,জামালপুর: জামালপুরের মেলান্দহে স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করার অভিযোগে বিলাস (২০) নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ।রোববার (২৭ ফেব্রুয়ারি) গভীর রাতে তাকে মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নের টনকিপাড়া গ্রাম থেকে আটক করা হয়। আটকের পর অভিযুক্তকে আদালতের কাছে সোপর্দ করেছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, মেলান্দহ উপজেলার টনকি গ্রামের ওই স্কুল ছাত্রী ৬ষ্ট শ্রেণীতে পড়তো। স্কুলের শিক্ষক বিলাস তার সাথে প্রেমে জড়িয়ে পড়ে। এক বছর ধরে ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে তার সাথে শারীরিক সর্ম্পক গড়ে তুলে। এক পর্যায়ে ওই ছাত্রী অন্ত:সত্বা হয়ে পড়ে। ঘটনাটি জানাজানি হলে পুলিশ স্কুল শিক্ষক বিলাসকে আটক করে। বিলাস আদ্রা ইউনিয়নের আজগর আলীর ছেলে। সে আদ্রা জিনিয়াস স্কুলের সহকারী শিক্ষক। এ ঘটনায় মেলান্দহ থানায় মামলা হয়েছে।
বিএনএ/ এম শাহীন আল আমীন, ওজি