বিএনএ, মাদারীপুর : মাদারীপুরের শিবচরে ট্রাকচাপায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার(২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে যাদুয়ারচর এলাকায় এ দুঘর্টনা ঘটে।
নিহতরা হলেন- শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের যাদুয়ারচর গ্রামের হারুণ ফরাজীর স্ত্রী জিয়াসমিন বেগম (৩৬) ও তার মেয়ে মাহফুজা আক্তার (৭)।
স্থানীয়রা বলেন, সকাল ১০টার দিকে ভ্যানে শিবচর শহরের দিকে যাচ্ছিলেন জিয়াসমিন বেগম ও তার মেয়ে। এসময় মাদারীপুরগামী একটি ট্রাক তাদের পিছন থেকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই ভ্যানের নিচে পড়ে মেয়ে মাহফুজা আক্তার মারা যায়। গুরুতর আহত মা, ভ্যানচালক ও আরেক যাত্রীকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে মা জিয়াসমিন বেগমও মারা যান।
বিএনএ/ ওজি