21 C
আবহাওয়া
১১:০৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » শেষ ম্যাচেও ছাড় দেবে না বাংলাদেশ

শেষ ম্যাচেও ছাড় দেবে না বাংলাদেশ

ওয়ানডে

বিএনএ স্পোর্টস ডেস্ক: এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে বাংলাদেশ। তবে শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশের পাশাপাশি ১০ পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগে এগিয়ে থাকতে চায় টাইগাররা। ম্যাচটি শুরু হবে বেলা ১১টায়। ঐচ্ছিক অনুশীলন থাকায় প্রথম দুই ওয়ানডে খেলা ছয় ক্রিকেটারই টিম বাসে উঠেননি। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তামিম, মুশফিক, মিরাজ, ইয়াসিররাই ঘাম ঝরিয়েছেন। নিজেদের ভুলভ্রান্তি নিয়ে টুকটাক কাজ করেছেন।

ঠিক উল্টোচিত্র আফগানিস্তান শিবিরে। অতিথিদের সামনে নিজের মান রক্ষা করার লড়াই। তাইতো অনুশীলন যেন আগের থেকে সিরিয়াস। ব্যাটি, বোলিংয়ে তেজ আগের থেকে প্রখর। পাকিস্তান মিডিয়া গতকাল খবর রটায়, পিএসএলের ফাইনাল খেলতে রশিদ খান বাংলাদেশ ছাড়ছেন! এ খবর সম্পূর্ণ ভুয়া। রশিদ খান নিজে টুইট করে জানিয়েছে, তার কাছে দেশের দায়িত্ব সবার আগে।

আজকের অনুশীলনে যেন সেই চিত্রই ফুটে উঠেছে। মাঠে নেমে সবার আগে ব্যাটিং করেছেন। এরপর বোলিংয়ে হাত পাকিয়েছেন। এছাড়া ফিটনেস নিয়ে আলাদা কাজ করতে দেখা গেছে তাকে। দুই ম্যাচ হারের পর তাই অনুশীলনও হলো কঠোর।

শেষ ওয়ানডেতে জয় চায় বাংলাদেশও। অনুশীলনে স্বাগতিকরা যতটা ফুরফুরে থাকুক না কেন ভেতরে ভেতরে নিজেদের লক্ষ্যে অটল তামিমের দল। শেষ ওয়ানডে জিতে তিনটি লক্ষ্য পূরণ করতে চায় বাংলাদেশ।

এক, প্রতিপক্ষ হোয়াইটওয়াশ। বাংলাদেশ এর আগে ১৫টি সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে। এবার সংখ্যাটি বাড়ানোর লক্ষ্য স্বাগতিকদের। আফগানিস্তানের বিপক্ষে ২০১৬ সালে একটিই দ্বিপক্ষীয় সিরিজ খেলেছিল। সেটি ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। এবার ৩-০ এর হাতছানি বাংলাদেশের সামনে।

দুই, আইসিসি ওয়ানডে সুপার লিগের ম্যাচ হওয়ায় শেষ ম্যাচটাও বাংলাদেশের কাছে সমান গুরুত্বের। অনেক সময়ই সিরিজ জয়ের পর স্বস্তি চলে আসে। দল নিয়ে চলে পরীক্ষা-নিরীক্ষা। নিয়মিত ক্রিকেটারদের দেওয়া হয় বিশ্রাম। তবে বিশ্বকাপ সরাসরি খেলার লড়াইয়ে থাকা বাংলাদেশের ভাবনায় নেই সেসব।

দলের প্রতিনিধি হয়ে মিরাজ আজ বলেছেন, ‘সিরিজ জেতার চেয়ে গুরুত্বপূ্র্ণ হচ্ছে ১০ পয়েন্ট। বিশ্বকাপে কিন্তু শীর্ষ আটটা দলই কোয়ালিফাই করবে। সিরিজ জিতেছি খুব ভালো কথা। আমাদের পরবর্তী টার্গেট, একটা ম্যাচ জিতে ১০ পয়েন্ট নিতে পারলে অনেক ভালো হবে।’

তিন, আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশের ছয়ে ওঠার হাতছানি। ৯৩ পয়েন্ট নিয়ে পাকিস্তান এখন ছয়ে অবস্থান করছে। ভগ্নাংশ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে বাংলাদেশের অবস্থান সাতে। আফগানিস্তানকে শেষ ওয়ানডেতে হারাতে পারলে বাংলাদেশ দ্বিতীয়বার ওয়ানডে র‌্যাংকিংয়ে ছয়ে উঠে যাবে। রেটিং পয়েন্ট হবে ৯৪।

দুই ওয়ানডেতেই বাংলাদেশ দাপট দেখিয়ে নিজেদের লক্ষ্য পূরণ করেছে। শেষটা হোক আরও সুন্দর। আরও গৌরবময়। এমনটাই চাওয়া বাংলাদেশের।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ