26 C
আবহাওয়া
৫:১১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » ইউক্রেনে ঘরে ঘরে তৈরি হচ্ছে মলোটভ ককটেল

ইউক্রেনে ঘরে ঘরে তৈরি হচ্ছে মলোটভ ককটেল

ইউক্রেনে ঘরে ঘরে তৈরি হচ্ছে মলোটভ ককটেল

বিএনএ বিশ্বডেস্ক : রাতের অন্ধকারে কিভের একটি তিনতলা আবাসনের বেসমেন্টে জেগে আছে এক দল তরুণ-তরুণী।  তৈরি করে চলেছেন মলোটভ ককটেল।শুধুমাত্র রাজধানী কিভই নয়। গোটা ইউক্রেন জুড়ে লোকজনের হাতে হাতে ঘুরছে এই ককটেল।  খানিকটা বোতল-বোমার মতো এই অস্ত্রেই কিভের রাস্তায় রাশিয়ার একাধিক ট্যাঙ্ক ধ্বংস করে দিয়েছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার ইউক্রেন আক্রমণের পর ভ্লাদিমির পুতিনের দেশের বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাধারণ নাগরিককে আহ্বান জানিয়েছে দেশের প্রতিরক্ষা মন্ত্রী। পুতিনবাহিনীর যাবতীর পদক্ষেপে সতর্ক থাকার পাশাপাশি মন্ত্রীর আহ্বান— ‘মলোটভ ককটেল তৈরি করে শত্রুকে প্রতিরোধ করুন!

শুধুমাত্র মলোটভ ককটেলই নয়। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, গাছ কেটে রাস্তা অবরোধ করে দিন। বাড়ির দরজায় জাল লাগিয়ে রাখুন। যদি জানতে পারেন যে রাশিয়ার সেনারা জঙ্গলে লুকিয়ে রয়েছে, তবে গোটা জঙ্গলে আগুন ধরিয়ে দিন। শত্রুর হাড়ের উপর দিয়ে আবারও গাছ গজিয়ে উঠবে।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ