বিএনএ, সাভার: সাভারের চাঞ্চল্যকর ১৪ বছরের কিশোরী ধর্ষণ মামলার পলাতক আসামি সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানা’কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (২৭ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানায়। এর আগে ২৭ ফেব্রুয়ারি ভোর চারটা পঞ্চান্ন মিনিটে চট্টগ্রাম শহর থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গোয়েন্দা সংবাদ ও স্থানীয় সোর্সের মাধ্যমে জানা যায় যে আসামি সোহেল চট্টগ্রাম জেলায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর সহযোগিতায় র্যাব-৪ এর একটি আভিযানিক দল ২৭ ফেব্রুয়ারি রবিবার ভোর চারটা পঞ্চান্ন মিনিটের সময় চট্টগ্রাম শহর থেকে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক আসামী মোঃ সোহেল রানাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে র্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী সোহেল রানা ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ভাড়াকৃত ফ্ল্যাটে নিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেছে বলে স্বীকারোক্তি প্রদান করেছে। ভুক্তভোগী ওই কিশোরী বিয়ের কথা বললে আসামী বিয়ে করার কথা অস্বীকার করে এবং সাভার থেকে পালিয়ে চট্টগ্রামে আত্মগোপনে চলে যায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এইরুপ অপরাধীদের বিরুদ্ধে র্যাব-৪ এর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, সাভারে এক কিশোরীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করেন সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানা। পরে ওই কিশোরী সোহেল রানাকে বিয়ের জন্য চাপ দিলে সে বিয়ে করার অস্বীকার করেন। এ ঘটনায় বুধবার ২৩ ফেব্রুয়ারি রাতে সাভার মডেল থানায় ছাত্রলীগ নেতা সোহেল রানাকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ওই ভুক্তভোগী কিশোরীর মা।
বিএনএ/ ইমরান খান, ওজি