19 C
আবহাওয়া
৪:০৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » বেপরোয়া মোটর সাইকেল চাপায় স্কুল শিক্ষক নিহত

বেপরোয়া মোটর সাইকেল চাপায় স্কুল শিক্ষক নিহত

বেপরোয়া মোটর সাইকেল চাপায় স্কুল শিক্ষক নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে বেপরোয়া মোটর সাইকেল চাপায় তৌহিদুল ইসলাম জাফর (৫১) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮ টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিরাজ ভূইয়া রাস্তার মাথা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শিক্ষক ফকিরহাট সাদেক মাস্তান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। সন্দ্বীপের মুছাপুর এলাকায় তার বাড়ি হলেও শিক্ষকতার সুবাধে তিনি দীর্ঘদিন সিরাজ ভূইয়া রাস্তার মাথা এলাকায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,রাতে রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখি একটি বেপরোয়া মোটর সাইকেলের সজোর ধাক্কায় মহাসড়ক থেকে ২০ ফুট দূরে ছিটকে পড়ে গুরুতর আহত হন শিক্ষক তৌহিদুল ইসলাম। দূর্ঘটনার পর আহত শিক্ষককে উদ্ধার করে চট্টগ্রামের বেসরকারি ম্যাক্স হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তার মৃত্যু হয়।

কুমিরা পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন জানান, দুর্ঘটনা কবলিত স্থান থেকে মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহন করা হবে।

বিএনএনিউজ/সবুজ শর্মা শাকিল,জেবি

Loading


শিরোনাম বিএনএ
ইন্দোনেশিয়ায় অ্যাপলের বিনিয়োগ বাড়ছে আসিয়ান চায় মিয়ানমারের জাতীয় নির্বাচনে সব দল ও মত অংশ নিক এ এফ হাসান আরিফের মৃত্যু: আজ রাষ্ট্রীয় শোক শেখ হাসিনা ও জয়ের ৩০০ মি.ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক  নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান জোরদার হবে--পরিবেশ উপদেষ্টা নির্বাচনে ইভিএম ব্যবহারের আর প্রশ্নই আসে না: বদিউল আলম মজুমদার নতুন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি সুবর্ণজয়ন্তীর নামে আওয়ামী লীগের শোডাউনের প্রস্তুতি, ভিডিও পাঠানো হবে হাসিনার কাছে তথ্য উপদেষ্টার সাথে সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সাক্ষাৎ দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মিরসরাইয়ের যুবক নিহত