19 C
আবহাওয়া
১২:১০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » অনুদানের সিনেমায় আসছেন সুষমা

অনুদানের সিনেমায় আসছেন সুষমা

সুষমা

বিনোদন ডেস্ক: সরকারি অনুদানের সিনেমা ‘গাঙকুমারী’তে অভিনয় করেছেন অভিনেত্রী সুষমা সরকার। গত কয়েকদিন সুনামগঞ্জের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শেষ করে গতকাল ঢাকায় ফিরেছেন। সিনেমাটিতে তিনি অভিনয় করছেন রোশনাই চরিত্রে।

সুষমা সরকার বলেন, এর আগে ‘ভুবন মাঝি’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলাম, যা ছিল সরকারি অনুদানের নির্মিত সিনেমা। আর গাঙকুমারী সরকারি অনুদানে আমার অভিনীত দ্বিতীয় সিনেমা। আমার চরিত্রটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি যে কোনো চরিত্রই আমার সাধ্যমতো ফুটিয়ে তোলার চেষ্টা করি।

নির্মাতারা আমার ওপর যে আস্থা রেখে আমাকে নিয়ে কাজ করেন, আমি সেই আস্থার মর্যাদাটা অভিনয় দিয়েই দিতে চাই।

তবে এটাও সত্যি শুধু ভালো চরিত্রে কাজ করার সুযোগ পেলেই হয় না, সেই চরিত্রকে নিজের মধ্যে ধারণ করে, লালন করে অভিনয় করতে হয়। গাঙকুমারীর রোশনাইকে আমি আমার নিজের মধ্যে লালন করেই ক্যামেরার সামনে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করেছি। বরেণ্য অভিনেতা তারকি আনাম খান ভাইয়ের সঙ্গে অভিনয় করেছি, ছিলেন ফারজানা চুমকী আপাসহ আরো অনেকে।

সব মিলিয়ে অভিনয়টা ছিল ভীষণ উপভোগ করার মতো। আর সুনামগঞ্জের লোকেশনও ছিল চমৎকার নয়নাভিরাম। মন ভরে গেছে সেখানে গিয়ে কাজ করে। ধন্যবাদ পরিচালকসহ পুরো ইউনিটকে। আমি খুব আশাবাদী গাঙকুমারী সিনেমাটি নিয়ে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ