33 C
আবহাওয়া
১২:০৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২৫, ২০২৩
Bnanews24.com
Home » জেঁকিয়ে বসছে শীত

জেঁকিয়ে বসছে শীত

উত্তরের বিভিন্ন জেলায় জেঁকে বসেছে শীত

শীত বিদায়ের আগে দেশে আরেক দফা শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। এ জন্য দেশের অধিকাংশ জায়গায় সূর্যের মুখ দেখা যায়নি। দেশের উত্তরের জেলাগুলোতে শুরু হয়েছে হাড় কাঁপানো শীত। দেশের আবহাওয়ার চলমান পরিস্থিতি চলবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, দেশের উত্তর-পশ্চিম অঞ্চলে বৃহস্পতিবার থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাবে।দিনের বেলা সামান্য কিছু সময় সূর্যের দেখা মিললেও অধিকাংশ সময়ই মিলছে না সূর্যের দেখা। অতিরিক্ত শীত ও ঘন কুয়াশার কারণে দিনের বেলা হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। কনকনে ঠান্ডায় নাকাল খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষ।

মাঘের মাঝামাঝিতে এমনিতেই সারাদেশে শীত বেশি অনুভূত হচ্ছে। বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের রাজারহাটে ৯ ডিগ্রি সেলসিয়াস।

জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, মাঘ মাসের মাঝামাঝি চলছে। ইতোমধ্যে শীতের অনুভূতিও বেড়েছে। বিদায়ের আগে আরেকদফা শৈত্যপ্রবাহ বয়ে যাবে। ২৮ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত এমন আবহাওয়া বিরাজ করবে।

তিনি জানান, রংপুর, রাজশাহী, চুয়াডাঙ্গাসহ উত্তর পশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার থেকে রাতের তাপমাত্রা সামান্য কমবে এবং মাঝরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা হবে।

বিএনএ/ এমএইচ

Total Viewed and Shared : 138 


শিরোনাম বিএনএ