বান্দরবান : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের পূর্ব বেতছড়া পাড়ায় আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি এবং এলাকা পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে বেতছড়া পাড়ার ত্রিপুরা সম্প্রদায়ের বিভিন্ন পরিবারের সদস্যদের সাথে কথা বলেন উপদেষ্টা।
শুক্রবার (২৭ ডিসেম্বর) ঘটনাস্থল পরিদর্শন শেষে পার্বত্য উপদেষ্টা বলেন, এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। সকলের নিরাপত্তা নিশ্চিতে সরকার সচেষ্ট রয়েছে এবং আইনের মাধ্যমে সকল সমস্যার সমাধান করা হবে।
তিনি আরো বলেন, এই ন্যাক্কারজনক ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। যে মানুষগুলো আজ ঘর পুড়ে কষ্ট পাচ্ছে তাদের আমরা সহযোগিতা করবো, শুধু তাই নয় প্রধান উপদেষ্টাও এই ঘটনাকে নিন্দা জানিয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের আপনাদের জন্য দ্রুত বাড়ি ঘর তৈরি করে দেয়া হবে।
পার্বত্য উপদেষ্টা আরো বলেন, জমি নিয়ে যে বিরোধ রয়েছে তা আইনের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। আপনাদের জীবনমান উন্নয়নে এ সরকার অত্যন্ত আন্তরিক। উপদেষ্টা দুর্গম এই এলাকাটিতে স্থানীয় চাহিদার ভিত্তিতে সুপেয় পানির ব্যবস্থা এবং শীতার্ত মানুষের জন্য গরম কাপড় ও কম্বল বিতরণ করার জন্য স্থানীয় প্রশাসনকে নিদের্শনা প্রদান করেন।
সুপ্রদীপ চাকমা পরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কম্বল ও ঢেউটিন বিতরণ করেন। এর আগে উপদেষ্টা বান্দরবানের লামা উপজেলায় কেয়াজু ত্রিপুরা পাড়ায় ৩০ মিটার দীর্ঘ ব্রিজ ও সংযোগ সড়কের উদ্বোধন করেন।
এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কঙ্কন চাকমা, বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাওছার, উপদেষ্টার একান্ত সচিব খন্দকার মুশফিকুর রহমান-সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার পর অপরাধের সাথে জড়িত সন্দেহভাজন ৪ জনকে আটক করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।
বিএনএ,এসজিএন