27 C
আবহাওয়া
৬:৫১ অপরাহ্ণ - ফেব্রুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » কোহলিকে জরিমানা

কোহলিকে জরিমানা

বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক: বিরাট কোহলি শাস্তির মুখোমুখি হয়েছেন মেলবোর্নে অনুষ্ঠিত বক্সিং ডে টেস্টে। অভিষিক্ত অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্যাম কনস্টাসকে ধাক্কা দেওয়ার ঘটনায় বিতর্কে জড়ান তিনি। ম্যাচ চলাকালীন ধারাভাষ্যকারদের সমালোচনা এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয় ঘটনাটি। এ কাণ্ডের জেরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কোহলির ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছে এবং তার নামের পাশে ১ ডিমেরিট পয়েন্ট যোগ করেছে। এই ডিমেরিট পয়েন্ট ২৪ মাস কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে আরও ৪টি ডিমেরিট পয়েন্ট জমা হলে এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞায় পড়বেন কোহলি।

আইসিসির কোড অব কন্ডাক্টের (সিওসি) ২.১২ ধারা অনুযায়ী, ক্রিকেটে শারীরিক আঘাতের মতো আচরণ অনুপযুক্ত। নীতিমালায় বলা হয়েছে, যদি কোনো ক্রিকেটার ইচ্ছাকৃত, বেপরোয়া বা উদাসীনভাবে প্রতিপক্ষ ক্রিকেটার কিংবা আম্পায়ারের দিকে তেড়ে যায়, দৌড়ে যায় অথবা ধাক্কা দেয়, তবে তা সিওসি ভঙ্গ হিসেবে গণ্য হবে।

এ ঘটনায় ভারতের এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটার কোহলিকে শাস্তি পেতে হয়েছে। জানা গেছে, প্রতিটি টেস্ট ম্যাচের জন্য তিনি ১৫ লাখ রুপি পারিশ্রমিক পান। এর মধ্যে থেকে ২০ শতাংশ জরিমানা হিসেবে ৩ লাখ রুপি কেটে নেওয়া হবে। ফলে বক্সিং ডে টেস্ট থেকে কোহলির আয় দাঁড়াবে ১২ লাখ রুপি।

বিএনএ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
যৌক্তিক-অযৌক্তিক আন্দোলনে রাস্তা বন্ধ করা উচিত নয়- স্বরাষ্ট্র উপদেষ্টা         সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর বিএনপি কর্মীদের হামলা শিক্ষার সাথে নৈতিকতার সংযোগ না ঘটলে মানুষ হওয়া যায় না-ধর্ম উপদেষ্টা ওয়াশিংটন পৌঁছেছেন ব্যারিস্টার জায়মা রহমান ২০৩০ সালের আগেই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে চায় সরকার-পরিবেশ উপদেষ্টা খুলনার রূপসা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশকে চার প্রদেশে ভাগ করার সুপারিশ ফেব্রুয়ারিতেই ড. ইউনূসের ভাগ্য নির্ধারণ? ডিসি পার্কে সংঘর্ষ: সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ আর্জেন্টিনা থেকে এলো ৫০ হাজার ২০০ মেট্রিক টন গম