20 C
আবহাওয়া
২:০৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » নারায়নগঞ্জ সিটি নির্বাচন, ভোটে লড়বেন ১৮৫ প্রার্থী

নারায়নগঞ্জ সিটি নির্বাচন, ভোটে লড়বেন ১৮৫ প্রার্থী

নারায়নগঞ্জ সিটি নির্বাচন, ভোটে লড়বেন ১৮৫ প্রার্থী

বিএনএ নারায়নগঞ্জ: আগামি ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে (এনসিসি)  ভোটগ্রহণ করা হবে। সোমবার (২৭ ডিসেম্বর)  এই সিটিতে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিলো। প্রত্যাহার শেষে এই সিটি ভোটে প্রতিদ্বন্দ্বিতার লড়াইয়ে মেয়র, সংরক্ষিত ওয়ার্ড ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে টিকে আছেন ১৮৯ জন প্রার্থী।

মনোনয়নপত্র প্রত্যাহার শেষে এই তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও এই সিটি করপোরেশন নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান।

তিনি বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত ১৭ জন সাধারণ ওয়ার্ড ও একজন সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। মেয়র পদে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।

সহকারি রিটার্নিং কর্মকর্তা বলেন, এই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় আছেন, সাতজন, নয়টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ৩৪ জন এবং ২৭টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৪৮ জন।

মেয়র পদে যে সাতজন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন, তারা হলেন, তৈমুর আলম খন্দকার- স্বতন্ত্র, সেলিনা হায়াৎ আইভী- বাংলদেশ আওয়ামী লীগ। কামরুল ইসলাম- স্বতন্ত্র, এ বি এম সিরাজুল মামুন- খেলাফত মজলিস, মওলানা মো. মাছুম বিল্লাহ- ইসলামী আন্দোলন বাংলাদেশ। মো. জসীম উদ্দিন- বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং মো. রাশেদ ফেরদৌস- বাংলাদেশ কল্যাণ পার্টি।

গত ৩০ নভেম্বর এই সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। ইসি’র ঘোষিত তফসিল অনুযায়ী মঙ্গলবার (২৮ ডিসেম্বর) প্রতীক পেয়ে প্রচারণায় নামবেন প্রার্থীরা।

২০১১-এ সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরুর পর এবার এই সিটিতে হচ্ছে তৃতীয় নির্বাচন। প্রথমবার ৯টি ওয়ার্ডে ইভিএমে, বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট হয়েছিল। ২০১৬ সালে সব কেন্দ্রে ব্যালট পেপারে এবং এবার সব কেন্দ্রে ইভিএমে ভোট হবে।

বিএনএনিউজ/বুলবুল,আরকেসি

Loading


শিরোনাম বিএনএ