17 C
আবহাওয়া
২:০৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » করোনায় আক্রান্ত নায়ক সোহেল রানা

করোনায় আক্রান্ত নায়ক সোহেল রানা

সোহেল রানা

করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকার চলচ্চিত্রের একসময়ের ‘ড্যাশিং হিরো’-খ্যাত নায়ক সোহেল রানা। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। রবিবার (২৬ ডিসেম্বর) রাতে জায়েদ খান তার ফেসবুক পোস্টে লেখেন, শুধু কষ্টের খবর। বীর মুক্তিযাদ্ধা, ড্যাসিং হিরো মাসুদ পারভেজ, (সোহেল রানা) আমাদের ভাইয়া করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন। বীর মুক্তিযোদ্ধা, চিত্র প্রযোজক, পরিচালক সোহেল রানা (মাসুদ পারভেজ) দীর্ঘদিন অভিনয়ে নেই। করোনার মহামারির আগে থেকেই বাসায় অবস্থান করছেন স্বেচ্ছায়। গত দুই বছর বিশেষ প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হননি। তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাসুদ পারভেজ(সোহেল রানা) দীর্ঘ ক্যারিয়ারে বহু কালজয়ী সিনেমায় অভিনয় করেন। তিনি তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

বিএনএনিউজ২৪,আর আর খান, জিএন

Loading


শিরোনাম বিএনএ