37 C
আবহাওয়া
২:৩৯ অপরাহ্ণ - মে ৩০, ২০২৩
Bnanews24.com
Home » ৯ দফা দাবি বাস্তবায়নে শিক্ষার্থীদের আলটিমেটাম

৯ দফা দাবি বাস্তবায়নে শিক্ষার্থীদের আলটিমেটাম

৯ দফা দাবি বাস্তবায়নে শিক্ষার্থীদের আলটিমেটাম

বিএনএ, ঢাকা :  নিরাপদ সড়কের দাবিতে ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনের সময় দেওয়া ৯ দফা দাবি বাস্তবায়নে সরকারকে দুদিনের আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবী না মানলে বিআরটিএ কার্যালয় ঘেরাও করবে বলে জানিয়েছে তারা ।

শনিবার(২৭ নভেম্বর) দুপুরে রাজধানীর ধানমণ্ডি এলাকার রাপা প্লাজার সামনে আন্দোলনরত  শিক্ষার্থীরা এই সময় বেধে দেন।  এছাড়া আগামীকাল রোববার ও আগামী সোমবার ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ করারও ঘোষণা দিয়েছেন তারা।

শিক্ষার্থীরা জানান, ৯ দফা দাবি আদায়ে গত বৃহস্পতিবার তারা সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে গিয়েছিলেন। বিআরটিএ কর্তৃপক্ষ এক সপ্তাহ সময় চেয়েছে। আগামী মঙ্গলবারের মধ্যে তাদের দাবি মেনে প্রজ্ঞাপন জারি করা না হলে ওই দিন দুপুরে বিআরটিএ কার্যালয় ঘেরাও করা হবে

শিক্ষার্থীরা আরও বলেন, ২০১৮ সালের আন্দোলনের সময় ৯ দফা দাবি তুলেছিলেন তারা। সরকার বলেছিল, দাবিগুলো মানা হয়েছে। কিন্তু একটি দফাও এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি।

বিএনএ/ ওজি

Total Viewed and Shared : 14 


শিরোনাম বিএনএ