16 C
আবহাওয়া
৭:৫৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ইরানে ইসরায়েলি হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা

ইরানে ইসরায়েলি হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা


বিএনএ ডেস্ক : ইরানের ওপর ইসরায়েলি সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এই ধরনের পদক্ষেপ জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছে পররাষ্ট্রমন্ত্রণালয়।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক বিবৃতিতে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বলা হয়, বাংলাদেশ আজ দ্ব্যর্থহীনভাবে ইরানের ওপর সাম্প্রতিক ইসরাইলি সামরিক হামলার নিন্দা জানিয়েছে। এইধরনের পদক্ষেপ ইরানের সার্বভৌমত্ব এবং জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

এতে আরও বলা হয়, এই ধরনের উসকানি আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য সুদূরপ্রসারী পরিণতিসহ ইতিমধ্যেই ভঙ্গুর অঞ্চলকে অস্থিতিশীল করার হুমকি সৃষ্টি করেছে। বাংলাদেশ আঞ্চলিক এবং বৈশ্বিক স্টেকহোল্ডারদের সংযম অনুশীলন এবং আরও উত্তেজনা প্রতিরোধ করার জন্য তাদের প্রভাব কাজে লাগানোর আহ্বান জানায়।

 

বিএনএ/ওজি/এইচমুন্নী

 

Loading


শিরোনাম বিএনএ