বিএনএ ডেস্ক : চাঁদপুরে পদ্মা ডিপোতে তেল আনলোডের প্রস্তুতিকালে ডাকাতিয়া নদীতে সাদিয়া এন্টারপ্রাইজ নামে একটি অয়েল ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এতে ট্যাংকারে থাকা ৬ জন দগ্ধ হয়েছেন। রোববার বিকালে চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর কয়লাঘাট এলাকায় এই ঘটনা ঘটে। ।
আহতরা হলেন, ট্যাংকারের কর্মচারী মধু মিয়া (৫৫), জিলানি (৩০), রুবেল (৩৫) মাসুদ (৩০) ও গিয়াসউদ্দিন (২৯)।আহত গোলাপ হোসেনকে (৫০) ঢাকায় রেফার করা হয়েছে।
আহতরা জানান, চট্টগ্রাম থেকে গত শুক্রবার চাঁদপুর পদ্মা ডিপোতে তেলের ট্যাংকারটি আসে। পুরো ট্যাংকারে পেট্রোল ও ডিজেল ছিল। ইঞ্জিন রুমে হঠাৎ জেনারেটর বিস্ফোরণ হয়। আগুন ছড়িয়ে পড়লে আমরা নদীতে ঝাঁপিয়ে পড়ি।’
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তেলের ট্যাংকারের ইঞ্জিন রুমে জেনারেটর বিস্ফোরণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বিএনএ/ ওজি/এইচমুন্নী