21 C
আবহাওয়া
১১:২৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

রাজধানীতে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

রাজধানীতে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

বিএনএ, ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ের তালতলা এলাকায় পূর্ব শত্রুতার জেরে মো. নাজমুল মোল্লা (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবারের। রোববার (২৭ অক্টোবর) সকালের দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহত নাজমুল মোল্লা গোপালগঞ্জ সদরের তেগাড়ীয়া গ্রামের আব্দুস কুদ্দুস মোল্লার ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে খিলগাঁও এলাকায় ভাড়া থাকতেন।

নিহতের ভাগনে আশরাফুল জানান, ৩ থেকে ৪ দিন আগে পারিবারিক ঝামেলা নিয়ে প্রতিবেশীরা আমার মামাকে পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মালিবাগ এলাকার একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রোববার সকালের দিকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, আমার মামা আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে নাজমুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।

বিএনএনিউজ/ বিএম/হাসনা/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ