বিএনএ ডেস্ক: একাত্তরের মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে সংগঠন হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন সংশোধনের উদ্যোগ নেয়া হচ্ছে। জাতীয় সংসদের আগামী অধিবেশনে এই আইন তোলা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (জাতি) আয়োজিত কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, ভিন্ন নামে জামায়াতের আবেদন কীভাবে নিষ্পত্তি করে ইসি সেটি পর্যবেক্ষণ করবে সরকার।
বিএনএ/এ আর
Total Viewed and Shared : 19