17 C
আবহাওয়া
৭:০৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি : বিএনপি নেতা চাঁদের জামিন নামঞ্জুর

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি : বিএনপি নেতা চাঁদের জামিন নামঞ্জুর


বিএনএ, নেত্রকোণা : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে নেত্রকোণার আদালতে দায়ের করা চার মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৭ সেপ্টেম্বর) নেত্রকোণার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাঁদকে হাজির হয়। এ সময় তিনি ওই চার মামলায় জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে বিজ্ঞ বিচারক কামাল হোসাইন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মহিদুল রহমান তালুকদার ওরফে লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে করা চারটি মামলায় শ্যোন এরেস্ট দেখিয়ে আজ (বুধবার) তাকে আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠিয়েছেন।

এর আগে গত ২২ মে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুর রহমান লিটন ও ২৩ মে নেত্রকোণা জেলা পরিষদের চেয়ারম্যান মক্তিযোদ্ধা অসিত কুমার সরকার, জেলা যুবলীগ নেতা সিদ্বার্থ শংকর পাল ও রেজাউল হাফিজ রেশিম নেত্রকোণা জেলা জজ আদালতে পৃথক চারটি মামলা করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে নেত্রকোণা মডেল থানার ওসিকে মামলা আকারে গ্রহণ করার আদেশ দেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৯ মে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ জেলার পুঠিয়া এলাকায় প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে বলে বক্তব্যে উল্লেখ করেন। এই বক্তব্য প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির জন্য মর্যাদা হানিকর এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ।

মামলার একজন বাদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান লিটন যুগান্তরকে বলেন, শেখ হাসিনার এক অনুসারী কর্মী ও দলের সাধারণ সম্পাদক হিসেবে আমি মামলাটি করেছি। আমি অবিলম্বে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

বিএনএ/ বাবুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
কোহলিকে জরিমানা অবৈধ বিদেশি নাগরিকদের ৩১ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জন করতে হবে বায়ুদূষণ থেকে রক্ষা পেতে Air Quality Index অনুসরণের আহ্বান অগ্নিকাণ্ডে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতি নিরূপণে ২ টি কমিটি গঠন শিক্ষার মান উন্নয়নে সবার সহযোগিতা অপরিহার্য-প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের ছাড় নেই- আসিফ মাহমুদ ত্রিপুরাদের বাড়িতে অগ্নিসংযোগকারী বেনজীরের গুন্ডাদের রেহাই নেই-পার্বত্য উপদেষ্টা জোরারগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক ও সম্মেলন সম্পন্ন রাজধানীতে নারীর মরদেহ উদ্ধার