17 C
আবহাওয়া
১২:১১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে আজ কোথায় কী?

রাজধানীতে আজ কোথায় কী?

রাজধানীতে আজ কোথায় কী?

বিএনএ, ঢাকা: রাজধানীতে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে থাকে রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন। বুধবার (২৭ সেপ্টেম্বর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী রয়েছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

রাষ্ট্রপতির কর্মসূচি
বেলা ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে স্মার্ট চিলড্রেন কার্নিভালের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের কর্মসূচি
বেলা সাড়ে ১১টায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আগারগাঁওয়ে তথ্য কমিশনে শান্তি সমাবেশে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

দুপুর ৩টায় গাজীপুরের শফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ মাঠে গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দুপুর ৩টায় মিরপুর ১০ ফলপট্টিতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথি মতিয়া চৌধুরী। উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

বিকেল ৪টায় কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ঢাকা ট্যাক্স বারের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওবায়দুল কাদের।

বিকেল সাড়ে ৫টায় হোটেল শেরাটনে গ্রামীণফোনের দেশের ২০টি জেলায় স্টার্টআপ প্রকল্পের জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধন করবেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আওয়ামী লীগের কর্মসূচি
বেলা ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে নবজাতকদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার ও প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

বিকেল ৪টায় কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ঢাকা ট্যাক্স বারের অভিষেক অনুষ্ঠানে থাকবেন অ্যাডভোকেট কামরুল ইসলাম।

বিএনপি ও সমমনা দলের কর্মসূচি

আলোচনা সভা
সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে প্রয়াত ব্রি. জে. (অব.) আ স ম হান্নান শাহর ৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচনা করবেন বিএনপির সিনিয়র নেতারা।

এক দফা কর্মসূচি
সকাল সাড়ে ১০টায় সেগুনবাগিচায় স্কুলের সামনে গণতান্ত্রিক বাম ঐক্য আয়োজিত সমাবেশ ও পদযাত্রায় বক্তব্য রাখবেন গণতান্ত্রিক বাম ঐক্যের শীর্ষ নেতারা।

দুপুর আড়াইটায় গাবতলী এস এ খালেক প্রোপার্টি চত্বরে শেখ হাসিনাসহ সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবিতে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

দুপুর ৩টায় নারায়ণগঞ্জ ফতুল্লা পাসপোর্ট অফিস সংলগ্ন ময়দানে নারায়ণগঞ্জ জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান।

দুপুর ৩টায় কাওরানবাজার এফডিসি সংলগ্ন এলডিপি অফিসের সামনে এলডিপির সমাবেশে বক্তব্য রাখবেন এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের সমাবেশ ও পদযাত্রায় বক্তব্য রাখবেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা।

আরও পড়ুন: বাংলাদেশের বিশ্বকাপের দল ঘোষণা

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ