27 C
আবহাওয়া
৬:৩০ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২২, ২০২৩
Bnanews24.com
Home » জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

আল আমিন

বিএনএ ডেস্ক: পারিবারিক সহিংসতা আইনে দায়ের করা স্ত্রী ইসরাত জাহানের মামলায় জামিন পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেন।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আল আমিন। শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় ৬ অক্টোবর পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

গত ৭ সেপ্টেম্বর একই আদালতে আল আমিনের স্ত্রী মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি নিয়ে মামলাটি আমলে গ্রহণ করে আল আমিনকে ২৭ সেপ্টেম্বর আদালতে হাজির হতে নোটিশ জারি করেন।

এর আগে আল আমিন হোসেনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় যৌতুক ও শারীরিক নির্যাতনের লিখিত অভিযোগ করেন তার স্ত্রী। গত ১ সেপ্টেম্বর স্ত্রী ইসরাত জাহানের লিখিত অভিযোগের ভিত্তিতে ২ সেপ্টেম্বর আল আমিনের বিরুদ্ধে মামলা আকারে নথিভুক্ত করে মিরপুর মডেল থানা। ওই মামলাতেও তিনি আগাম জামিন নেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Total Viewed and Shared : 141 


শিরোনাম বিএনএ