14 C
আবহাওয়া
৮:২১ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

বিএনএ, স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির পরবর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিচ্ছেন জয় শাহ। তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার (২৭ আগস্ট) আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে।

আগামী ১ ডিসেম্বর আইসিসির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব শুরু করবেন জয় শাহ।

স্বাধীন চেয়ারম্যান হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি। জয় শাহ ২০১৯ সাল থেকে বিসিসিআইয়ের সেক্রেটারি এবং ২০২১ সাল থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতির দায়িত্ব পালন করছেন। আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। টানা তৃতীয়বার দায়িত্ব পালনের সুযোগ থাকলেও নির্বাচন করবেন না তিনি।

অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচন করতে হচ্ছে না জয় শাহর। নতুন দায়িত্ব পেয়ে জয় শাহ জানিয়েছেন, ক্রিকেটকে বৈশ্বিক করতে অবদান রাখতে চান তিনি। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে যুক্ত করতে চান ক্রিকেট।

আইসিসির বার্তায় জয় শাহ বলেন, ‘আইসিসির চেয়ারম্যান মনোনীত হওয়ায় আমি কৃতজ্ঞ। ক্রিকেটকে বৈশ্বিক করতে আমি আইসিসি কর্মকর্তা ও সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের লক্ষ্য ক্রিকেটকে আরো ব্যাপক ও জনপ্রিয় করা।’

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ