21 C
আবহাওয়া
১০:০৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » যুবককে পিটিয়ে হত্যা, পদ্মা সেতু প্রকল্পের ১০ কর্মী আটক

যুবককে পিটিয়ে হত্যা, পদ্মা সেতু প্রকল্পের ১০ কর্মী আটক

কামরাঙ্গীরচর থেকে অস্ত্রসহ ৫ ডাকাত আটক

বিএনএ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু প্রকল্প এলাকায় চোর সন্দেহ জুলহাস হাওলাদার (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে সেতুর নিরাপত্তাকর্মী ও শ্রমিকরা।শুক্রবার ভোর ৬টার দিকে মাওয়া চৌরাস্তা এলাকা সংলগ্ন পদ্মাসেতুর প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় জড়িত ১০ জনকে গ্রেপ্তার করেছে লৌহজং থানা পুলিশ। আটককৃতরা হলো, সেতু প্রকল্পে কর্মরত সেলিম, রাব্বি, তপু, আল-আমিন, আরিফ, আব্দুল মান্নান, ইস্রাফিল, রুবেল ও সুশান্ত

নিহত জুলহাস পেশায় অটোচালক। সে উপজেলার কুমারভোগ পুর্নবাসনের মৃত হাসান হাওলাদারের ছেলে। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

নিহতের স্বজনরা জানান, ভোরে জুলহাস কিভাবে বাড়ির পাশের পদ্মা সেতু এলাকায় গেলো তা কেউ বলতে পারে না। তাকে আটকে মারধর করা হচ্ছে এ খবর পেয়ে সেখান গিয়ে দেখা যায় তাকে হাত পা বেঁধে রড দিয়ে পেটাচ্ছে দশ-বারোজন।পরে সেখান থেকে উদ্ধার করে শ্রীনগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন বলেন, ঘটনার সঙ্গে জড়িত ১০ জনকে আটক করা হয়েছে। আটকরা সবাই সেতু প্রকল্পের নিরাপত্তা কর্মী ও শ্রমিক।

বিএনএনিউজ২৪.কম/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ