16 C
আবহাওয়া
৫:২০ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক গোয়েন্দা কার্যালয়ে

কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক গোয়েন্দা কার্যালয়ে


ঢাকা:  রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ককে রাজধানীর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেয়া হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) রাত সোয়া ১০টার দিকে তাদের নিয়ে যাওয়া হয়। তারা হলেন,  নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার।

এর আগে, বিকেলে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে কোটা সংস্কার আন্দোলেন তিন সমন্বয়ককে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেন স্বজনরা।

হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসকেরা জানান, গোয়েন্দা পুলিশ (ডিবি), কাউন্টার টেররিজম ইউনিটের সদস্য পরিচয় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই তিন ছাত্রকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়।

এসজিএন

Loading


শিরোনাম বিএনএ