18 C
আবহাওয়া
৪:৩১ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

রাজধানীতে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

রাজধানীতে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

বিএনএ, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানার দক্ষিণ কুতুবখালী এলাকায় দাদার সঙ্গে অভিমান করে আহমেদ শান্ত (১৯) নামে এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তিনি যাত্রাবাড়ীর একে স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। বৃহস্পতিবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর বাবা মো. জসিম জানান, আমার দুই ছেলের মধ্যে শান্ত ছিল ছোট। পারিবারিক বিষয় নিয়ে তার সঙ্গে দাদার কথা কাটাকাটি হয়। এরপর সে সবার অগোচরে তার নিজের ঘরে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে পড়ে। বেশ কিছু সময় পার হলেও দরজা বন্ধ থাকায় জানালা দিয়ে উঁকি মেরে দেখি সে ফ্যানের সঙ্গে ঝুলে আছে।

পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসি। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার নিয়ে যাত্রাবাড়ীর ২২৮ নং দক্ষিণ কুতুব খালিতে ভাড়া থাকি বলেও জানান তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ