18 C
আবহাওয়া
৪:২৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

রাজধানীতে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

রাজধানীতে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

বিএনএ, ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকায় স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) ব্যারাক থেকে মোহাম্মদ মোতালেব (৩৭) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত মোতালেব এসপিবিএন-২- এর সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (২৬ জুলাই) রাত ৮টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক ভূঁইয়া।

তিনি জানান, দুপুরে খবর পেয়ে বছিলায় অবস্থিত এসপিবিএন-২- এর ব্যারাক থেকে এএসআইয়ের মরদেহ উদ্ধার করা হয়। জানতে পেরেছি তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কি কারনে তিনি আত্মহত্যা করলেন তা এখনো কিছু জানা যায়নি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিএনএনিউজ/বিএম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ