20 C
আবহাওয়া
১:৩২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » নেত্রকোনায় অটোচালকের মরদেহ উদ্ধার

নেত্রকোনায় অটোচালকের মরদেহ উদ্ধার

নেত্রকোনায় অটোচালকের মরদেহ উদ্ধার

বিএনএ, নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুরে সেতুর নিচ থেকে এরশাদ মিয়া (৪০) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ জুন) সকালের দিকে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের বড়বাট্টা গ্রামের একটি সেতুর নিচ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

এরশাদুল হক একই ইউনিয়নের শুকনাকুড়ি গ্রামের আজিজুল হকের ছেলে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শিবিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, এরশাদুল হক পেশায় অটোচালক ছিলেন। আজ সকালে দুর্গাপুর-ডেওটুকোন-নেত্রকোণা সড়কের বড়বাট্রা গ্রাম এলাকার একটি ছোট সেতুর নিচে পানিতে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে  পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

ওসি মো. শিবিরুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মরদেহের মাথায় আঘাতের চিহ্ন দেখা যায়। রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

বিএনএনিউজ/ফেরদৌস আহমাদ বাবুল,বিএম/এইচ এইচ

Loading


শিরোনাম বিএনএ