28 C
আবহাওয়া
১:৫৬ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ ইসরায়েল

ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ ইসরায়েল

ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ ইসরায়েল

বিএনএ, বিশ্বডেস্ক : ইসরায়েল একটি বর্ণবাদী রাষ্ট্রে রূপান্তরিত হচ্ছে বলে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-ইয়েভস লে ড্রিয়ান যে মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানিয়েছে তেল আবিব। ফরাসি রাষ্ট্রদূত এরিক ড্যাননকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নিয়ে ইসরায়েল ঐ মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে।

ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ইসরায়লের পররাষ্ট্রমন্ত্রী গ্যাবি আশকানাজিকে বলেছেন, ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যান-ইয়ভেস লে ড্রিয়ানের মন্তব্য অগ্রহণযোগ্য, ভিত্তিহীন এবং অসত্য।

বন্ধুপ্রতীম ফ্রান্সের কাছ থেকে ইসরায়েল এমন  দায়িত্বজ্ঞানহীন মন্তব্য আশা করে না বলে তিনি মন্তব্য করেছেন।

ইসরায়েলের সাম্প্রতিক তৎপরতার বিষয়ে এক প্রতিক্রিয়ায় ফরাসি পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেছিলেন, দুই রাষ্ট্র ভিত্তিক সমাধানের পন্থাকে পুনরুজ্জীবিত করা না হলে  ইসরায়েল দীর্ঘ মেয়াদে বর্ণবাদী রাষ্ট্রে পরিণত হবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও এক টুইট বার্তায় ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন।

সম্প্রতি গাজায় ১২ দিনের ইসরায়লি হামলায় অন্তত ২৫৩ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ২ হাজার।

বিএননিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ