18 C
আবহাওয়া
৭:৪৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » কুতুবদিয়ার শীর্ষ ডাকাত রবি ৪ সহযোগীসহ গ্রেপ্তার

কুতুবদিয়ার শীর্ষ ডাকাত রবি ৪ সহযোগীসহ গ্রেপ্তার

কুতুবদিয়ার

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে ৭ টি অস্ত্র ও ১৯ রাউন্ড গোলাবারুদসহ ১০ মামলার আসামি কুতুবদিয়ার শীর্ষ ডাকাত রবিউল্লাহ প্রকাশ রবি ডাকাত এবং তার ৪ সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার ( ২৬ এপ্রিল ) কুতুবদিয়া থানাধীন ৬নং আলী আকবর ডেইল ইউপির হাসের ঘোনা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তার সহযোগীরা হলেন-নেছার উদ্দিন (৩৮),মো. জসিম উদ্দিন (৩০), মো. এয়ার খাঁন (৩০) ও রিফাত (২০)। এসময় তাদের কাছ থেকে ১টি ওয়ান শুটারগান, ৫টি এলজি বন্দুক, ১টি একনলা বন্দুক, ১৯ রাউন্ড গুলি এবং ২টি কিরিচ উদ্ধার করা হয়।

র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে আলী আকবর ডেইল ইউপির হাসের ঘোনা এলাকায় রবি ডাকাত লবণের মাঠের মেশিনঘরে একত্রিত হয়ে অস্ত্র-সস্ত্র নিয়ে ডাকাতির শলাপরামর্শ করছে।

এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রবি ডাকাত ও তার সহযোগীদের বিরুদ্ধে ৮/১০টি মামলা রয়েছে। এসময় তাদের কাছ থেকে ৭ টি অস্ত্র ও ১৯ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

এ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ