18 C
আবহাওয়া
৭:৫১ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » গাইবান্ধা ও ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

গাইবান্ধা ও ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

সড়ক দুর্ঘটনায়

বিএনএ, ঢাকা: গাইবান্ধা ও ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৫জন নিহত হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) সকালে এ সব দুর্ঘটনা ঘটেছে।

গাইবান্ধার পলাশবাড়ীতে বাসচাপায় তিনজন নিহত হয়। সকাল ৯টার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ঢাকা থেকে নিউ সাফা পরিবহনের যাত্রীবাহী একটি বাস পঞ্চগড় যাচ্ছিল। পথে মহেশপুর এলাকায় সবজিবাহী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাজু ও সোহেল নিহত হন। আহত সবুজকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তিনি মারা যান। নিহতরা সবাই সবজি নিয়ে মহেশপুর সবজিহাটে যাচ্ছিলেন।

বুধবার সকাল পৌনে ৯টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের বাগুন্দা মোড় নামক স্থানে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন।যাত্রীবাহী মাইক্রোবাস ময়মনসিংহের দিকে যাচ্ছিল।গাড়ি দু’টি জব্দ করেছে পুলিশ। ট্রাক চালক পলাতক।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ