21 C
আবহাওয়া
৮:৪৫ অপরাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ৬

কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ৬


বিএনএ, বিশ্বডেস্ক: আফগানিস্তানের কাবুলে আত্মঘাতী হামলায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। আহত বেশ কয়েকজন।

সোমবার (২৭ মার্চ) আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশের পথে তল্লাশিচৌকিতে নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে এই আত্মঘাতী হামলা চালানো হয়। বিস্ফোরণে ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। হামলার দায় এখনও কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি তাকোর জানান, সোমবার কাবুলের মালিক আসগর স্কয়ারে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশের পথে তল্লাশিচৌকিতে নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। তবে এতে ছয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে তালেবান সরকারের তিনজন নিরাপত্তা কর্মী রয়েছেন বলে জানা গেছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ