16 C
আবহাওয়া
৭:৩৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » আ. লীগ ক্ষমতায় আসলে ইতিহাস বিকৃত হয়: ফখরুল

আ. লীগ ক্ষমতায় আসলে ইতিহাস বিকৃত হয়: ফখরুল

ফখরুল

বিএনএ ডেস্ক, চট্টগ্রাম: আওয়ামী লীগ ইতিহাস বিকৃতির মাধ্যমে জিয়াউর রহমানের নাম মানুষের মন থেকে মুছে ফেলতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘চট্টগ্রাম থেকেই সরকার পতনের অন্দোলন শুরু করতে হবে। ভোটের অধিকার কেড়ে নিয়ে দেশকে অকার্যকর রাষ্ট্র পরিণত করেছে আওয়ামী লীগ। অনতিবিলম্বে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে।’

রোববার (২৭ মার্চ) বিকেলে চট্টগ্রাম নগরের রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব বলেন, স্বাধীনতার ৫০ বছরে আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবারই ইতিহাস বিকৃতি করেছে। তারা মানুষের মন থেকে জিয়ার নাম মুছে ফেলতে চায়।

চট্টগ্রামে বিএনপির সমাবেশ
চট্টগ্রামে বিএনপির সমাবেশ

এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ইতিহাসের সত্য কথা বললে আওয়ামী লীগের গা জ্বলে। তাই আমাদের কালুরঘাট যেতে দেয়নি তারা। আমাদের আওয়ামী লীগের লোকজন ভয় পায়। তাই আওয়ামী লীগের প্রশাসন আমাদের কালুরঘাট যেতে দেয়নি।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপি নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক, ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন, শহিদ উদ্দিন চৌধুরি এ্যানি, জাফরুল ইসলাম চৌধুরী, নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহদাত হোসেন, নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, আবু সুফিয়ান প্রমুখ।

উল্লেখ্য, স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি কালুরঘাট বেতার কেন্দ্রে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি নিয়েছিল। কিন্তু একই স্থানে সকাল থেকে অবস্থান কর্মসূচি করার ঘোষণা দেয় আওয়ামী লীগ। এ অবস্থায় শনিবার রাতে বেতার কেন্দ্রের পরিবর্তে নগরের পলোগ্রাউন্ডে সমাবেশ করার সিদ্ধান্ত নেয় বিএনপি।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ