বিএনএ, বিশ্ব ডেস্ক : অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশি তরুণী আরনিমা হায়াত (১৯)কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন পালন করা হয়েছে। শনিবার (২৬ মার্চ) দুপুরে সুলতানা আক্তার ময়নার ব্যবস্থাপনায় সিডনির ল্যাকাম্বায় রেলওয়ে প্যারেডে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় ও সর্বস্তরের সিডনি প্রবাসীরা অংশ নিয়েছেন। বিভিন্ন প্ল্যাকার্ড বহন করে খুনির দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার আহ্বান জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি বাংলাদেশি বংশোদ্ভূত তরুণী আরনিমা হায়াতের (১৯) মৃতদেহ অস্ট্রেলিয়ার সিডনির একটি অ্যাপার্টমেন্টের বাথটাব থেকে উদ্ধার করা হয়। নৃশংসভাবে হত্যার পর খুনের আলামত ধ্বংস করতে আরনিমার মৃতদেহটি হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে ডুবিয়ে রেখেছিল পাকিস্তানি বংশোদ্ভূত মিরাজ জাফর (২১)। যার ফলে আরনিমার সমস্ত শরীর ঝলসে যায়।
আরনিমার বাবা-মা আবু হায়াত (৪১) ও মাহাফুজা আক্তার (৩৯) মেয়েকে হারিয়ে শোকস্তব্ধ। তার মৃত্যুর পর শোকের ছায়া নেমে আসে বাংলাদেশি কমিউনিটিতে।
বিএনএনিউজ২৪.কম/এনএএম
Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন