14 C
আবহাওয়া
৬:৪৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » ব্রাজিলে একদিনেই করোনায় মৃত্যু ৩৬০০

ব্রাজিলে একদিনেই করোনায় মৃত্যু ৩৬০০

২৪ ঘন্টায় বিশ্বে মারা গেলেন ১৩ হাজার ৩৯০

বিএনএ, বিশ্বডেস্ক : ব্রাজিলে একদিনেই করোনাভাইরাসে তিন হাজার ৬শ জনের মৃত্যু হয়েছে। এটি একদিনে বেশি সংখ্যক মৃত্যুর রেকর্ড। শুধু জনবহুল রাজ্য সাও পাওলোতেই মারা গেছে প্রায় ১২শ’ মানুষ।

এমন পরিস্থিতিতে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত লকডাউনের কড়াকড়ি বাড়ানো হয়েছে।

এদিকে আর্জেন্টিনা ব্রাজিলের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে।

গতবছর অক্টোবরের পর থেকে একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্ত হয়েছে ভারতে। ২৪ ঘণ্টায় দেশটিতে ৬২ হাজারেরও বেশি করোনা আক্রান্ত হয়েছে।

এ পর্যন্ত আক্রান্ত ১ কোটি ১৯ লাখ মানুষ। সংক্রমণ বাড়ায় রবিবার থেকে মহারাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। রাত আটটার মধ্যে সব দোকানপাট বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

শনিবার থেকে ব্যাপক আকারে টিকাদান কর্মসূচী শুরু করেছে ভুটান। এদিকে, দরিদ্র দেশগুলোকে টিকা অনুদানের জন্য  ধনি দেশগুলোর প্রতি আবেদন জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গ্রেব্রিয়াসাস।

বাংলাদেশেও দ্রুত বেড়ে চলছে করোনা রোগীর সংখ্যা। প্রতিদিন তিন হাজারের করোনা রোগী শনাক্ত হচ্ছে। বেড়েছে মৃতের সংখ্যাও।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ