15 C
আবহাওয়া
১১:১৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home »  বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

 বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

বিএনএ ক্রীড়া ডেস্ক :   আগামী মাসে বাংলাদেশে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।   ২০ সদস্যের এ দলের মধ্যে  ৯ জন ব্যাটসম্যান, ২ জন উইকেটরক্ষক, ৪ জন স্পিনার এবং ৫ জন পেসার রয়েছে।

আগামী ১২ এপ্রিল ঢাকায় আসবে পাকিস্তান দল। এরপর ১৬ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সিলেটে অনুশীলন করবে। ১৯ এপ্রিল সিলেটের মাঠে শুরু হবে চারদিনের ম্যাচ। এরপর ২৬, ২৮ ও ৩০ এপ্রিল ৩টি ওয়ানডে খেলবে দু’দল। শেষ দুই ওয়ানডে হবে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে। ৬ মে ঢাকা ছাড়বে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল: আব্বাস আলী, আবদুল ফাসিহ, আবদুল ওয়াহিদ, ফাহাদ মুনির, মাজ সাদাকাত, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ শেহজাদ, কাশিম আকরাম, রিজওয়ান মেহমুদ, হাসিবুল্লাহ, রেজা উল মোস্তাফা, আলিয়ান মেহমুদ, আলি আসফান্দ, আরহাম নওয়াব, ফয়সাল আকরাম, আহমেদ খান, আসিম আলী, মুনিব ওয়াসিফ, তাহির হোসেন, জিশান জামির।

বিএনএ/ওজি 

Loading


শিরোনাম বিএনএ