15 C
আবহাওয়া
১১:১৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » ফ্রি আকাশ ভ্রমণের সুযোগ পাচ্ছে ৫০ জন

ফ্রি আকাশ ভ্রমণের সুযোগ পাচ্ছে ৫০ জন


বিএনএ ডেস্ক : স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সমাজের অনগ্রসর ৫০ জনকে বিনামূল্যে আকাশপথে ভ্রমণের সুযোগ দিচ্ছে অনলাইন টিকিট এজেন্সি ‘২৪ টিকিট ডটকম’।   শুক্রবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।এই আয়োজনে নির্বাচিত সবাইকে ডোমেস্টিক রিটার্ন এয়ার টিকিট দেয়া হবে। যারা আকাশ ভ্রমণের স্বপ্ন দেখেন কিন্তু কখনই আকাশপথে ভ্রমণ করেননি তাদের অগ্রাধিকার ভিত্তিতে এই সুযোগ দেবে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ টিকিট ডটকম সারাদেশে ভলান্টিয়ার টিমের মাধ্যমে সমাজের অনগ্রসর ৫০ জনকে খুঁজে বের করবে। দেশের কয়েকজন সেলিব্রেটি সরাসরি ভিন্নধর্মী এই উদ্যোগের সঙ্গে থাকবেন।

এছাড়া যে কেউ চাইলে এই আয়োজনে কাউকে সম্পৃক্ত করতে নাম প্রস্তাব করতে পারবেন। এ জন্য ফেসবুকে সংশ্লিষ্ট ব্যক্তির ছবি ও সংক্ষিপ্ত বিবরণ নিজের টাইমলাইনে #২৪টিকিট হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করতে পারবেন। অথবা ২৪ টিকিটের ভেরিফাইড ফেসবুক https://www.facebook.com/24tkt পেজের ইনবক্সে বা [email protected] এই ঠিকানায় মেইল সংশ্লিষ্ট ব্যক্তির ছবি ও সংক্ষিপ্ত বিবরণ পাঠাতে পারবেন।

বিএনএ/ ওজি 

Loading


শিরোনাম বিএনএ