18 C
আবহাওয়া
৭:৩০ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » প্রেম ও শান্তি চায় ভারত-বাংলাদেশ: মোদি

প্রেম ও শান্তি চায় ভারত-বাংলাদেশ: মোদি

প্রেম ও শান্তি চায় ভারত-বাংলাদেশ: মোদি

বিএনএ, গোপালগঞ্জ: ভারতের নরেন্দ্র মোদি বলেন, ‘ভারত এবং বাংলাদেশ- উভয় দেশই নিজেদের বিকাশ, নিজেদের প্রগতির চেয়ে সমগ্র বিশ্বের উন্নতি দেখতে চায়। উভয় দেশই পৃথিবীতে অস্থিরতা, সন্ত্রাস ও অশান্তির পরিবর্তে স্থিতিশীলতা, প্রেম ও শান্তি চায়। বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে  শনিবার (২৭ মার্চ) কাশিয়ানীর ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের সভায় মোদি এসব কথা বলেন।

মোদি বলেন, ‘করোনা মহামারির সময় ভারত এবং বাংলাদেশ- উভয় দেশেই নিজেদের সামর্থ্যের পরিচয় দিয়েছে। আজ উভয় দেশ এই মহামারির জোরদার মোকাবিলা করছে। আর একসঙ্গে মিলে মোকাবিলা করছে। মেড ইন ইন্ডিয়া ভ্যাকসিন বাংলাদেশের নাগরিকদের কাছে যাতে পৌঁছায় সে জন্য ভারত একে নিজেদের কর্তব্য মনে করে কাজ করছে।’

বাংলাদেশের অগ্রযাত্রায় ভারতকে সহযাত্রী আখ্যা দিয়ে ভারতের সরকার প্রধান বলেন, ‘ভারত আজ সকলের সঙ্গে সকলের বিকাশ এবং সকলের বিশ্বাস- এই মন্ত্র নিয়ে এগিয়ে চলেছে। আর বাংলাদেশ এতে সহযাত্রী। সেই বাংলাদেশে আজ বিশ্বের সামনে বিকাশ আর পরিবর্তনের একটি শক্তিশালী উদাহরণ পেশ করেছে। আর সেই প্রচেষ্টায় ভারত আপনাদের সহযাত্রী।’

একবিংশ শতাব্দীর গুরুত্বপূর্ণ সময়কালে নিজেদের লক্ষ্য পূরণে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়ে মোদি বলেন, ‘ভারত এবং বাংলাদেশ উন্নতি এবং প্রেমের পথে বিশ্বের পথপ্রদর্শন করতে থাকবে।’

ভারতের সংসদে শান্তুনু ঠাকুরকে নিজের সহযোগী জানিয়ে মতুয়া সম্প্রদায়ের উদ্দেশে নরেন্দ্র মোদি বলেন, ‘বয়সে উনি আমার চেয়ে ছোট। কিন্তু আমিও উনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। এর কারণ হলো উনিও শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মহান শিক্ষা নিজের জীবনে গ্রহণ করেছেন। উনি খুবই কর্মঠ। সমাজের লোকেদের জন্য সংবেদনশীলতার সঙ্গে দিনরাত প্রচেষ্টা করেন।’

মোদি বলেন, ‘আমি বাংলাদেশের জাতীয় অনুষ্ঠানে ভারতের ১৩০টি কোটি ভাইবোনের পক্ষ থেকে আপনাদের জন্য শুভেচ্ছা নিয়ে এসেছি। আপনাদের সকলকে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হওয়ায় অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

এসময় জাতির পিতা বঙ্গবন্ধুর অসামান্য নেতৃত্বের কথা আবারও স্মরণ করে মোদি বলেন, ‘এখানে আসার আগে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে গিয়েছি। সেখানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছি। শেখ মুজিবুর রহমানজির নেতৃত্ব, উনার ভিশন, আর বাংলাদেশের লোকেদের ওপর উনার বিশ্বাস এক উদাহরণস্বরূপ।

বিএনএ/ওজি 

Loading


শিরোনাম বিএনএ