32 C
আবহাওয়া
১:০৫ অপরাহ্ণ - আগস্ট ২, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে আ.লীগ-ছাত্রলীগের আরও ৪২ জন গ্রেপ্তার

চট্টগ্রামে আ.লীগ-ছাত্রলীগের আরও ৪২ জন গ্রেপ্তার

চট্টগ্রামে আ.লীগ-ছাত্রলীগের আরও ৪২ জন গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো, মো. নেজাম উদ্দীন (৩৮), মো. আল আমিন (২৯), বাঁশী আর্চায্য (৩৪), মো. জাবেদ হোসেন (৩৮), মো. নাহিদুল হক (২৮), দেলোয়ার হোসেন (২৩), মিল্টন দাশ (৩৮), ফখরুল ইসলাম (৩০), মো. শাহীন (১৯), মো. মানিক প্রকাশ রিয়াদ (২৮), মো. জাহাঙ্গীর (৩৬), মো. নুরুল আবছার (৫৩), ওয়াহিদুল আলম মাস্টার (৭০), মো. আরিফ (২১), মো. আব্দুল হান্নান (২৬), চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মো. দিদারুল আলম চৌধুরী (৫০), বাছেক উদ্দিন (২৮), মো. শাকিব (২৫), মো. রাজন (২৮), নাইম হোসেন (২০), মো. মাঈন উদ্দিন (১৮), মো. আরমুনুল হক (১৮), কৃষ্ণ দেব (১৮), মো. শাহ আলম পিংকু (৩১), আনোয়ার হোসেন শান্ত (২৯), তোফায়েল আহাম্মদ প্রকাশ রিয়াজ(৩১), মোহাম্মদ আলী (২৯), মো.সোহেল (৩৫), মাসুম প্রকাশ বকলেস মাসুম (৩৭), মো. সফিক (৩৮), মো. মুরাদ (৩৩), মো. আলাউদ্দনি (৩৯), মো. সাইফুল (২৬), মো. তৌফিক এলাহী (২১), মো. নুরুল আফসার (৩৪), আব্দুর রহমান জুয়েল (২৩), আবুল কালাম (৩৬), শামিমা আক্তার (২৬), মো. ফয়সাল (২৬), মো. বেলাল (২৮) ও মো. রুবেল প্রকাশ সুমন (২০)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসীবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ