22 C
আবহাওয়া
১১:২১ অপরাহ্ণ - ডিসেম্বর ৩০, ২০২৪
Bnanews24.com
Home » জাবির মুক্তমঞ্চে জলসিড়ির কাওয়ালি সন্ধ্যা পরিবেশিত

জাবির মুক্তমঞ্চে জলসিড়ির কাওয়ালি সন্ধ্যা পরিবেশিত


বিএনএ, জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সেলিম আল দিন মুক্তমঞ্চে ‘কাওয়ালি সন্ধ্যা’ পরিবেশিত হয়েছে। শিক্ষার্থীদের সাংস্কৃতিক সংগঠন জলসিঁড়ি এই আয়োজন করেন। পাঁচ দিনব্যাপী সাংস্কৃতিক মেলার অংশ হিসেবে ফার্সি ও উর্দু গানের সমন্বয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাত আটটায় ‘আঁধার হোক চূর্ণ, নিত্য নব সত্য সুরে’ স্লোগানে গান পরিবেশনা শুরু হয়।

মেলার প্রথম দিনে বটতলা নাট্যদলের পরিবেশনায় মঞ্চায়িত হয়েছে নাটক- রাইজ এন্ড সাইন। তৃতীয় দিনে থাকছে  নাট্যকেন্দ্রের প্রযোজনায় নাটক ‘পূণ্যাহ’ এবং পহেলা মার্চ ও মেলার চতুর্থ দিনে থাকছে জলসিঁড়ির প্রযোজনায় নাটক  ‘মহাবিদ্যা’।

পঞ্চম দিন বিশ্ববিদ্যালয়ের ক্যাফে চত্বরে ফানুস উৎসবের মাধ্যমে এবারের সাংস্কৃতিক মেলা শেষ হবে।

বিএনএ/ সানভীর/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ