40 C
আবহাওয়া
৪:৪৩ অপরাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » বেলারুশে বসে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান জেলেনস্কির

বেলারুশে বসে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান জেলেনস্কির


বিএনএ, বিশ্বডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে বেলারুশে বসে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, ইউক্রেন রাশিয়ার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। তবে সে আলোচনা প্রতিবেশি বেলারুশে নয়।

রোববার (২৭ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, যারা ইউক্রেনে আগ্রাসন চালাতে আগ্রহী নয়- এমন অন্য কোনো স্থানে এ আলোচনা হতে পারে।

বর্তমানে ইউক্রেনে রাজধানী কিয়েভ ও এর দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে তীব্র লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। রুশ বাহিনীর সঙ্গে লড়াই চললেও এখনও শহর দুটির নিয়ন্ত্রণ রয়েছে ইউক্রেনের বাহিনীর হাতে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক খবরে বলা হয়, রুশ বাহিনী আর ইউক্রেনের যোদ্ধাদের গোলাগুলির মধ্যে পড়ে সাত বছর বয়সী এক মেয়ে নিহত হয়েছে। রুশ বাহিনীর ইউক্রেন আক্রমণের পর থেকে নিহতদের মধ্যে এই মেয়েই সর্বনিম্ন বয়সের বলে ধারণা করা হচ্ছে।

চলমান যুদ্ধে রাশিয়ান সৈন্য আর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের অনেক বেসামরিক নাগরিক ক্রমাগত প্রাণ হারাচ্ছেন। দেশটির অধিকাংশ অঞ্চলে যুদ্ধ অব্যাহত থাকায় হতাহতের সঠিক সংখ্যা এখনও জানাতে পারেনি ইউক্রেনের কর্তৃপক্ষ।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ