18 C
আবহাওয়া
৪:৫১ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৮, ২০২৬
Bnanews24.com
Home » ভোট দিলেন ৪ লাখ ২৫ হাজারেরও বেশি প্রবাসী

ভোট দিলেন ৪ লাখ ২৫ হাজারেরও বেশি প্রবাসী


বিএনএ, ডেস্ক : বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি ভোটাররা পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটদান সম্পন্ন করছেন। ইতোমধ্যে নিবন্ধনকারী ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসীর (সংশ্লিষ্ট গন্তব্যের দেশে) কাছে ব্যালট পৌঁছেছে। চার লাখ ৯৩ হাজার ৯২০ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। যাদের মধ্যে চার লাখ ২৫ হাজার ৭৮৮ জন প্রবাসী ভোটার ভোট দিয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশনের তথ্য অনু্যায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ১২ লাখ ৮১ হাজার ৪৩৬ জন পুরুষ ও ২৫ লাখ দুই হাজার ২৪৬ জন নারী। নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা ও কারাগারে থাকা ৭ লাখ ৬১ হাজার ১৪১ ব্যক্তিও পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন। কারাগারে থাকা ৬ হাজার ২৮৫ জন অ্যাপে নিবন্ধন করেছেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ