বিএনএ, ডেস্ক : বাংলাদেশে মঙ্গলবার (২৭ জানুয়ারি) সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, স্থানীয় বাজারে প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার সোনার দামে ৫ হাজার ২৪৯ টাকা বৃদ্ধি পেয়েছিল।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৫০ হাজার ৪৮৪ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭৬ হাজার ৫৯৩ টাকা নির্ধারিত হয়েছে।
সোনার এই মূল্যবৃদ্ধি বিনিয়োগ ও সঞ্চয়কারীদের জন্য নতুন দিকনির্দেশনা হয়ে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে।
বিএনএ/ ওজি
![]()
