27 C
আবহাওয়া
৭:০২ অপরাহ্ণ - ফেব্রুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » সালমান এফ রহমান-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ডিবিএ নেতৃবৃন্দ

সালমান এফ রহমান-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ডিবিএ নেতৃবৃন্দ

ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)

ঢাকা: প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ খাতের উপদেষ্টা সালমান এফ রহমান, এমপি’র সাথে সৌজন্য সাক্ষাত করেছেন পুঁজিবাজারে ব্রোকারদের একমাত্র সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) নেতৃবৃন্দ।

শনিবার(২৭ জানুয়ারি) প্রেসিডেন্ট সাইফুল ইসলামের নেতৃত্বে ডিবিএর একদল প্রতিনিধি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, এমপি’র সাথে তাঁর গুলশানের কার্যালয়ে সাক্ষাত করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ এবং পূনরায় প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করায় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বিনিয়োগ উপদেষ্টাকে পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে অবহিত করেন এবং এর উন্নয়নে তাঁর সহযোগিতা কামনা করেন। বিনিয়োগ উপদেষ্টা ডিবিএ নেতৃবৃন্দের কথা গভীর মনোযোগ সহকারে শোনেন এবং বাজার উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।

প্রতিনিধিদলের মধ্যে ডিবিএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিন, সিএফএ এবং ভাইস প্রেসিডেন্ট ওমর হায়দার খাঁন উপস্থিত ছিলেন।

বিএনএ,এসজিএন/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
যৌক্তিক-অযৌক্তিক আন্দোলনে রাস্তা বন্ধ করা উচিত নয়- স্বরাষ্ট্র উপদেষ্টা         সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর বিএনপি কর্মীদের হামলা শিক্ষার সাথে নৈতিকতার সংযোগ না ঘটলে মানুষ হওয়া যায় না-ধর্ম উপদেষ্টা ওয়াশিংটন পৌঁছেছেন ব্যারিস্টার জায়মা রহমান ২০৩০ সালের আগেই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে চায় সরকার-পরিবেশ উপদেষ্টা খুলনার রূপসা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশকে চার প্রদেশে ভাগ করার সুপারিশ ফেব্রুয়ারিতেই ড. ইউনূসের ভাগ্য নির্ধারণ? ডিসি পার্কে সংঘর্ষ: সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ আর্জেন্টিনা থেকে এলো ৫০ হাজার ২০০ মেট্রিক টন গম