25 C
আবহাওয়া
১:৪৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » নতুন পেশায় নামলেন সানি লিওন

নতুন পেশায় নামলেন সানি লিওন

সানি লিওন

বিনোদন ডেস্ক: ভারতীয় তারকাদের রেস্তোরাঁ ব্যবসায় নাম লেখানোটা নতুন নয়। সে বলিউডের হোক কিংবা ক্রীড়াজগৎ। শচীন টেন্ডুলকর, সুনীল শেট্টি, আশা ভোঁসলে, অর্জুন রামপাল, মিঠুন চক্রবর্তী, শিল্পা শেট্টি কুন্দ্রা থেকে নাগার্জুন, মৌনি রায়ের মতো অনেকেরই রেস্তোরাঁ ব্যবসা রয়েছে। এবার সেই তালিকায় নাম লেখালেন সানি লিওন।

নীলদুনিয়াকে অনেক আগেই বিদায় জানিয়েছেন অভিনেত্রী। জনপ্রিয়তা পেয়েছেন রিয়েলিটি শো, আইটেম নম্বরে। তবে মুম্বাইয়ে নয়, ব্যবসায়ী সানি লিওনের ঝাঁ চকচকে রেস্তোরাঁ শুরু হয়েছে উত্তর প্রদেশের নয়ডাতে। জানা গেছে, তার রেস্তোরাঁর নাম চিকা লোকা। বিলাসবহুল এই রেস্তোরাঁর ইন্টারিয়র ডিজাইনে আছে চোখ ধাঁধানো চমক।

সম্প্রতি উদ্বোধনের দিন স্বামী ড্যানিয়েল ওয়েবারকে নিয়ে সেখানে হাজির হয়েছিলেন সানি লিওন। ইতোমধ্যে ভোজনরসিকদের জন্য খুলে গেছে রেস্তোরাঁর দ্বার। ইনস্টাগ্রামে নিজের রেস্তোরাঁ ব্যবসা শুরুর খবর দিয়েছেন সানি লিওন। ছবিতে সেখানে খাবার তৈরি করতে দেখা যায় তাকে। অভিনেত্রীর এই উদ্যোগে যুক্ত আছেন সিঙ্গিং বোলস হসপিটালিটির পরিচালক সাহিল বাওয়েজাও।

কানাডায় জন্ম নেওয়া ভারতীয় বংশোদ্ভূত সানি লিওন নীলদুনিয়াকে বিদায় জানিয়ে ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতের শোবিজ অঙ্গনে পা রাখেন। ‘জিসম টু’র মাধ্যমে নাম লেখান বলিউডে। পরবর্তী সময়ে ‘জ্যাকপট’, ‘রাগিনি এমএমএস টু’, ‘এক পহেলি লীলা’, ‘মস্তিজাদে’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ