19 C
আবহাওয়া
২:১৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ময়মনসিংহে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ময়মনসিংহে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দুর্ঘটনা

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহে ট্রাকচাপায় হাসমত আলী (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে তারাকান্দা উপজেলার গাছতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরও দুইজন।

নিহত হাসমত আলী জামালপুর সদর উপজেলা নলকুড়ি নারুন্দিয়া এলাকার বাসিন্দা মৃত নাজিম উদ্দীনের ছেলে।

শ্যামগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মঞ্জুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হাসমত আলী সকালে মোটরসাইকেলে করে ময়মনসিংহের দিকে আসছিলেন। গাছতলা বাজারে পৌঁছালে মোটরসাইকেলে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হাসমত আলী মারা যান। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছে।

এ ঘটনায় মামলার প্রক্রিয়াধীন আছে বলে সূত্র জানায়।
বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ