Bnanews24.com
Home » পুরুষের এই অভ্যাসে ভয় নোরার
বিনোদন

পুরুষের এই অভ্যাসে ভয় নোরার

নোরা

বিনোদন ডেস্ক: বলিউড আইটেম গার্ল নোরা ফতেহি তার কোমর দুলুনিতে কবেই জয় করে নিয়েছেন পুরুষদের মন। রীতিমতো তাদের হৃদয়ের রানি হয়ে উঠেছেন তিনি। তারপরও পুরুষভীতি রয়েছে এ তারকার। পুরুষের নির্দিষ্ট একটি অভ্যাসকে ভয় পান তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সম্পর্কের ক্ষেত্রে পুরুষের কোন বৈশিষ্ট্য দেখে সাবধান হওয়া উচিত— এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় রেড ফ্ল্যাগ হলো গায়েব হয়ে যাওয়া। বিষয়টি যেমন যে একজন আপনার সঙ্গে আজ এবং কাল অনেক কথা বললো, এরপরে পাঁচ দিন চুপ। এরপর আবার ফিরবে এবং কথা বলবে, গভীর ভাবে। এরপরে আবার গায়েব। এর অর্থ হলো ওই পুরুষটি একাধিক নারীর সঙ্গে কথা বলে।’

তবে সম্পর্কের ক্ষেত্রে নোরা নিজে এ ধরণের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন কি—জানতে চাইলে এড়িয়ে গেছেন। পাশাপাশি প্রাক্তনদের প্রতি সম্মান প্রদর্শন করেন উল্লেখ করে বলেছেন, ‘কোনো প্রাক্তনকেই ছোট করে কিছু বলিনি আমি। এটা অন্যের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন বলে মনে করি আমি।’

সম্প্রতি খুব একটা ভালো সময় যাচ্ছে না নোরার। সুকেশ শেখরের সঙ্গে ঘনিষ্ঠতার খবর ফাঁস হওয়ায় জ্যাকুলিনের দশা হয়েছে তার। অর্থ আত্মসাৎ মামলা কেন্দ্র করে ভারতীয় পুলিশের নজরদারিতে আছেন তিনি। এরইমধ্যে সুকেশ জানিয়েছেন তার টাকায় মরক্কোতে বাড়িও কিনেছেন নোরা।

বিএনএনিউজ২৪/এমএইচ