19 C
আবহাওয়া
১২:৪৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » আজ বিপিএল সিলেট পর্ব শুরু

আজ বিপিএল সিলেট পর্ব শুরু


বিএনএ, স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের শুরু হচ্ছে আজ শুক্রবার (২৭ জানুয়ারি) থেকে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের টিকিট কিনতে উপচে পড়া ভিড় দেখা গেছে।

বৃহস্পতিবার সকাল থেকে সিলেট জেলা স্টেডিয়াম ও আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বুথগুলোতে ক্রিকেট ভক্তদের ভিড় জমে ওঠে।

সিলেট পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৭, ২৮, ৩০ ও ৩১ জানুয়ারি।

কোন দলের কত পয়েন্ট?

সিলেট পর্ব শুরুর আগে ৭ ম্যাচে ৬ জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে সিলেট স্ট্রাইকার্স। দ্বিতীয় স্থানে থাকা ফরচুন বরিশালের পয়েন্ট ১০। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের পয়েন্ট যথাক্রমে ৮ ও ৬। পয়েন্ট টেবিলের শেষ দুই স্থানে আছে ঢাকা ডমিনেটর্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দুই দলের পয়েন্ট ৪। রানরেটে পিছিয়ে থেকে সবার নিচে চট্টগ্রাম।

সিলেট পর্ব শেষে ৩ ফেব্রুয়ারি আবারও ঢাকায় ফিরবে বিপিএল। ফাইনাল পর্যন্ত বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

 

 

 

Loading


শিরোনাম বিএনএ