20 C
আবহাওয়া
১০:১৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » সাভারে অ্যাম্বুলেন্সের ধাক্কায় রিকশা চালকের মৃত্যু

সাভারে অ্যাম্বুলেন্সের ধাক্কায় রিকশা চালকের মৃত্যু

বাঁশখালীতে অটোরিক্সার ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু

বিএনএ, সাভার : সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের সিএন্ডবি বাসস্ট্যান্ড এলাকায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতে সাভারের সিএন্ডবি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল কুদ্দুস (৩০) পটুয়াখালী জেলার কাউখালী উপজেলার কোনাহোড়া এলাকার আব্দুল মজিদ শিকদারের ছেলে । তিনি সাভারের কলমা এলাকায় ভাড়া থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো।

সাভার হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আজিজুল হক বলেন, নবীনগর থেকে ঢাকাগামী লেনের সাভারের সিএন্ডবি বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত এক অ্যাম্বুলেন্স একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এঘটনায় কুদ্দুস নামে এক রিকশা চালক মারা যায়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ থানায় নিয়ে আসে এবং অটো রিকশাটি জব্দ করে। নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিএনএনিউজ/ইমরান খান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ