20 C
আবহাওয়া
১:০৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » দেশের ভাবমূর্তি নষ্ট করতে লবিস্ট নিয়োগে কোটি কোটি ডলার খরচ করেছে বিএনপি-সংসদে শেখ হাসিনা

দেশের ভাবমূর্তি নষ্ট করতে লবিস্ট নিয়োগে কোটি কোটি ডলার খরচ করেছে বিএনপি-সংসদে শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,  দেশের ভাবমূর্তি নষ্ট করতে লবিস্ট নিয়োগে কোটি কোটি ডলার খরচ করেছে বিএনপি। বৃহস্পতিবার(২৭জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় সংসদে বক্তব্য প্রদানকালে তিনি এই বিপুল বৈদশিক মুদ্রার উৎস খুঁজে দেখার আহ্বান জানান। তিনি লবিস্ট নিয়োগে কোটি কোটি বিদেশি ডলার ব্যয়ের ব্যাখ্যা বিএনপিকে দিতে হবে বলেও মন্তব্য করেন।

জাতীয় সংসদে রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আরও বলেন, বিএনপি ধ্বংস ছাড়া এদেশের মানুষকে কিছু দিতে পারেনি। লবিস্ট লাগিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য শত শত কোটি টাকা খরচ করেছে। বাংলাদেশের বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে, বিএনপি লবিস্ট নিয়োগ করেছে। কোটি কোটি বিদেশি ডলার বিএনপি কোথা থেকে পেল? তার জবাব দিতে হবে। তাদের ব্যাখ্যা দিতে হবে।

বিএনএ নিউজ ২৪, জিএন

Loading


শিরোনাম বিএনএ