17 C
আবহাওয়া
৮:১৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে ট্রেনের ধাক্কায় একজন নিহত

রাজধানীতে ট্রেনের ধাক্কায় একজন নিহত

রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

বিএনএ, ঢাকা: রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের বয়স আনুমানিক (৪৫) বছর।

বৃহস্পতিবার (২৭ জনুয়ারি) সকাল দশটার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুুপুর সোয়া ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক( এসআই) আলমগীর হোসেন জানান, মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় ব্যক্তি গুরুতর আহত হলে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরনে কালো প্যান্ট ও শার্ট ছিলো।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হওয়া এক ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে জানান। নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএ/আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ